1. Nokia – ফিনল্যান্ডের একটি শহরের নাম
2. Mercedes – প্রতিষ্ঠাতার কন্যার নাম
3. Pepsi – মানুষের অন্ত্রের Pepsin এনজাইমের সাথে সম্পর্কিত
4. Honda – কোম্পানির মালিকের নাম Soichoro Hondo.
5. Sony – এসেছে ল্যাটিন শব্দ ‘sonus’ থেকে যার অর্থ শব্দ
6. Maggi – খাদ্য প্রস্তুতকারী কোম্পানিটির মালিকের নাম Julius Maggi
7. Suzuki – প্রতিষ্ঠানটির মালিকের নাম Michio Suzuki
8. Samsung – কোরিয়ান শব্দটির অর্থ তিন তারকা৷
9. Toyota – প্রতিষ্ঠাতার নাম Sakichi Toyoda
10. Yamaha – প্রতিষ্ঠাতার নাম Torakusu Yamaha.
11. Adidas – প্রতিষ্ঠাতার নামের সাথে মিল রেখে Adolf (Adi) Dassler (das)

সোশ্যাল মিডিয়া থেকে এই লেখাটি নেওয়া হয়েছে। এই প্রবন্ধ বা পোষ্ট লেখকের পরিচয় যতটুকু পেয়েছি, লেখার নীচে দেওয়া হয়েছে। যদি কেউ এই লেখাটির লেখকের সন্ধান বিস্তারিত জেনে থাকেন, দয়া করে অবশ্যই জানাবেন। আমাদের email করুন এই ঠিকানায়, i@pagolerprolap.in অথবা লেখার নীচে কমেন্টে করুন।