Author অনমিত্র নিয়োগী

প্রথমেই বলি আদ্যোপান্ত বাঙালি গৃহে জন্ম আমার। তারিখ টা মনে রাখার মতো 6th আগস্ট (হিরোশিমা দিবস), আর বাংলায় ওই ২১ শে শ্রাবণ। মা নাম রাখে অনমিত্র। মনে টা অবশ্য একটু অন্যরকম , যার কোনো শত্রু নেই। আমার বড় হয়ে ওঠার ‌‌‍‍পেছনে একটা বড় অবদান ছিল আমার দাদু'র । অবশ্য তিনি আমাদের ছেড়ে চলে যান 2008 সালে। তারপর মায়ের হাত ধরেই আস্তে আস্তে উঠতে থাকি উচ্চ শ্রেণীতে ।