রাত, তুমি একটু থেমে যাও
অশ্রু মাখা চোখ দুটোকে স্বস্তি তুমি দাও;
নিঃশব্দে তোমার কোলে দুঃখ গুলো রাখি
শব্দ ছকের মাঝে আমার অতীত মাখা মাখি।
হাসি হাসায় কাঁদি কাঁদায় মন্দ ভালোর মাঝে,
মনের ভেতর তোমায় খুঁজি সকাল কিংবা সাঁঝে।
সেদিন থেকে তুমিই সাথী যেদিন থেকে একা
কৃষ্ণ কালো বক্ষে তোমার চাঁদ রয়েছে বাঁকা।
— সুপর্ণা ঘোষ (২৭ ফেব্রুয়ারী ২০১৭)

Image courtesy: pinterest.com
★★ Please make a comment using Facebook profile ★★

নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে! Visit করুন আমার ব্লগ www.meghbristi.com/about. “মেঘ বৃষ্টি” আসলে আমার ডাইরির পাতা। কিছুটা কল্পনা, কিছুটা ছেলেমানুষি, কিছুটা অভিমান আর অনেকটাই স্মৃতি। ছোটবেলা থেকেই লিখতে ভালো লাগতো, ভাবতে ভালো লাগতো। ডাইরির পাতায় কত আঁকিবুঁকি, কত কাটাকুটি, কত দুষ্টুমি আছে। যতটা সম্ভব “মেঘ বৃষ্টি” তে তুলে ধরলাম।
অন্যান্য লেখা